রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি ॥ বন্যার আশঙ্কা  শত শত একর ফসলী জমি ডুবে গেছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে

ভ্রাম্যমাণ প্রতিনিধি : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। ইতোমধ্যে যমুনার চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়েছে। শত শত একর ফসলি জমি ডুবে গেছে। দ্রুতগতিতে পানি বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েক দিনের মধ্যে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা (১৩.৩৫ মিটার) অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের ফসলি জমিগুলো তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। যমুনা নদী অধ্যুষিত জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০ ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) হাবিবুল হক জানান, চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া টানা বৃষ্টির ফলে ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ১২০০ একর জমির বাদাম ও ভুট্টা  পানিতে ডুবে গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ